গুরম্নত্বপূর্ণ প্রকল্প সমূহঃ-
১। মূল প্রকল্পঃ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা।
২। পলস্নী দারিদ্র বিমোচন কর্মসূচী (পদাবিক) ।
৩। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক) ।
৪। পল্লী প্রগতি প্রকল্প।
৫। গুচ্ছ গ্রাম প্রকল্প।
৬। অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচি।
উপজেলার ৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি ইউনিয়নে পাঁচটি গ্রাম করে মোট ২০টি গ্রামের (প্রতি গ্রামে ৬০ পরিবার করে) মোট ১২০০ পরিবার এই পকল্পের আওতাভূক্ত করা হয়েছে। ২০১০- ২০১১ অর্থ বছরে অত্র উপজেলায় সম্পদ হস্তান্তরের জন্য মোট ২৮,০০,০০০ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। প্রকল্পের সম্পদ হস্তান্তরের আওতায় সুফলভোগীদের মধ্যে ১০০ জন বকনা গাভী, ৪৪ জন ঢেউ টিন, ৩০ জন হাঁস-মুরগীর বাচ্চা, ৯০ জন গাছের চারা, এবং ১২০ জনের মধ্যে শাক সবজির বীজ বিতরন সম্পন্ন করা হয়েছে।
২০১১-২০১২ অর্থ বছরে উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৩৬ দল গঠন করা হয়েছে ।ইউনিয়ন সমূহ হচ্ছে হামছাদী,দালাল বাজার, চররূহিতা,দিঘলী ইউনিয়ন .
পি আর ডি পি- ২
প্রকল্পটি ২০১০- ২০১১ অর্থ বছরে উপজেলার পার্বতী নগর ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। ২০১২-২০১৩ অর্থ বছরে লাহারকান্দী ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নেয়া হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস